ক্ষণিক আলোকে
এরকম আধুনিক জীবন
এবং আধুনিক মরণ কোনটাই চাই না।।
গরু গোয়াল খড়ের গাদা
পুকুর পাড়ের আম কাঠালের সারি
বাড়ির পেছনের টমেটোর ঝাড়,
লাল শাকের বিছানা,
দু চারটি বেগুন কিংবা মরিচ গাছ
মাঠজোড়া সমান হারে বেড়ে ওঠা কলাপাতা রঙ ধানক্ষেত
আসন্ন সন্ধ্যার আবছা আধারে সে ক্ষেতের রঙ
গাঢ় সবুজ হতে হতে কালো হতে দেখার মতো জীবন চাই।
তপ্ত দুপুরের ও রূপ আছে
আছে নাম না জানা হাজারো বুনো ফুলের অদ্ভুত
ও আলাদা রকমের গন্ধ,
সন্ধ্যার ঝিঁ ঝিঁ পোকা
নিকষ অন্ধকারেও অনুভব করা,
কালো ছাড়াও আঁধারের আরও রং আছে।
মনের যেমন অনেক স্তর থাকে
উদঘাটিত হওয়ার আগ পর্যন্ত জানা ই যায় না
মনের মাঝে এও থাকে কিংবা থাকতে পারে
সে-রকম অন্ধকারের এই রঙ-রূপ
আস্বাদনের আগ পর্যন্ত তা অজানাই থাকে।
অজানা এসব রঙ ও গন্ধে এক জীবন কাটানোর পর
বাড়ির পেছনের টমেটোর ঝাড়,
লাল শাকের বিছানা,
দু চারটি বেগুন কিংবা মরিচ গাছের পাশে
অনায়াসে বরণ করা যায়
সত্য ও সুন্দর
মৃত্যু।
আলো ঝলমল বাস্তবতায়
অন্ধকারের সব রং জানবার আগে
আধুনিক মৃত্যু চাই না।
চাই না আর
এই আধুনিক জীবনও।