সৌন্দর্যবোধ
তোমার সৌন্দর্যবোধ মারা খেয়েছে
বিউটি পার্লারের গণব্রাশের আঁচড়ে
মেকাপের আধিপত্যে
ত্বকের কোমলতা গেছে ঝুলে
আর্টিফিশিয়াল বিউটিফিকেশন
খেয়ে দিছে আমিত্ব তোমার
তুমি কি বনসাই?
বিকশিত প্রণালিতে আঁকছো সংসার
বিনিয়োগ হচ্ছো রুপের মুদ্রায়
আড়ৎদার, ক্যাশবাক্স খুলে বসে আছেন
মুখে তার লাল পানের রস
যেনো হায়েনা, ছিঁড়ে ফেলেছে হৃৎপিণ্ড কার যেনো
আমার সৌন্দর্যবোধ ধরা খেয়েছে
মুনাফা ও প্রভাব বিস্তারে
তোমার গোলাপি ঠোঁট
কসমেটিকস কোম্পানির বিজ্ঞাপনে
নখগুলো দখল হয়েছে বাহারি পালিশে
চুল গেছে খসে।
মায়ের জন্য
বাড়িতে না ফেরা হাঁসের জন্য মায়ের সে কি উৎকণ্ঠা
আমি দেখেছি সে মায়াবী চোখ
এই অন্ধকার রাতে
ঝিঁ ঝিঁ ডাকা নিস্তব্ধতায়
মেঘের আড়ালে উঁকি দেয়
গ্রাম, আমার মা ঘুমিয়ে আছেন
হাঁসের ছানার মতো চৈ চৈ সকাল
মা, কেনো ঘুমিয়ে থাকেন?
ধামরাই
যখন ধামরাই পাড় হয়ে যায় বাসটা
তখন ইচ্ছে করে, নেমে সরকারি কলেজে যাই
পুকুর পাড়ের ঐ বেঞ্চিতে বসি
যে বেঞ্চিটা এখনও ফাঁকা
যেখানে তুমি নাই
তবু মনে করি, আমি আর তুমি
ঐখানে বসে আছি
হাসি মুখে, চোখে চোখে
আমরা বিস্কুট পানি খাই
ইয়ার্কি করি আর তুমি সিরিয়াস ভেবে
দূরে সড়ে যাও
কই যাও? আমরা কি কাছে ছিলাম আদৌও
দেখা— প্রতিবারই শেষবার হয়ে যায়
ল্যাওরার মন আমার সব ভুলে যায়
তোমার স্মৃতি মৈথুন করা থামায় না
এইসব বালের ক্যাচাল
মাঝেমধ্যে নাপিত বানায়ে ফালায়