উড়ালপঙ্খী


ষড়যন্ত্র
সূর্যের অন্তরালে নেই অন্ধকার
হৃদয়ের প্রাচুর্যে আমরা পুলকিত
পাখিরা উড়ে যায়
না আছে ভয় কিংবা প্রলোভন
বিদ্যুতায়িত কাঁটাতারে ঘেরা নেই
জীবনের উজ্জ্বল বর্ণমালা
অতল অন্ধকার হতে ছড়িয়ে পড়ছে
সদ্যফোটা ফুলের সৌরভ

এই পলিমাটিতে
জ্বেলে রাখি সারাক্ষণ আলোর নক্ষত্র
ঐতিহ্যবাহি সবুজ আলোয়
নিঃশে^ষ হবে জীবনের অভিশপ্ত অধ্যায়
আমাদের স্বপ্নের চড়ুই পাখি
বিচরণ করছে
এক আকাশ হতে আরেক আকাশে
মেঘের ওপাশে হারিয়ে যাবে
তেমন বাতাস নেই
যা দেখছেন বিরোধীদলের ষড়যন্ত্র

উড়ালপঙ্খী
লাল নীল রঙিন বেলুন
কেমন চুপসে যাচ্ছে দেখো
দিনের পর দিন
কাঁটাতারের ভাঁজে আটকে পড়েছে
উড়াল পঙ্খী
এমন তো কথা ছিল না
কত বীরত্বগাথা, মন-ভোলানো গল্প

এইসব অনেক শুনেছি
নৈঃশব্দ্যকে ওরা চাপিয়ে দেয়
প্রেতাত্মার ঘাড়ে
ভূত-তাড়ানোর কথা বলে
এক উলঙ্গ আইনে আমাদের দণ্ডিত করে
এমন তো কথা ছিল না
কারও রক্তে কেউ জুতো পালিশ করে
পরের মাথায় কাঁঠাল ভাঙা
এই দেশ আমরা চেয়েছিলাম?

মেঘ
এ কী!
কী দেখছি আমি!
এই যে মেঘ
কীভাবে ছড়িয়ে পড়ল
চারদিকের আকাশে!
কী হবে এখন
যদি সে ভুল বোঝে যে
তারই দেওয়া
টুকরো টুকরো মেঘ
ফিরিয়ে দিচ্ছি
অবহেলায়, তুচ্ছ ভেবে।