কাব্য-কথায় এনইউবি বাংলা বিভাগের বৃহস্পতিবারের সাহিত্য আসর


অনুষ্ঠিত হলো নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনইউবি) বাংলা বিভাগের সাপ্তাহিক সাহিত্য আসর ‘কাব্য ও কথা’। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর কাওলায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই আসর অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের চেয়ারম্যান কবি-গবেষক-কথাসাহিত্যিক অধ্যাপক ড. রকিবুল হাসান।

প্রভাষক শিরিনা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও সাংবাদিক সাইফ বরকতুল্লাহ। উপস্থিত ছিলেন বাংলা বিভাগের শিক্ষক আব্দুর রহিম, জান্নাতুল যূথী, সাজিয়া হাসান ও নিফাত আলমগীর। এছাড়া বাংলা বিভাগে অনার্স-মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী।

অনুষ্ঠানে বক্তারা জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয় কেবল নিয়মিত ক্লাস ও পরীক্ষা নেওয়ার মধ্যে তাদের কর্মসূচি সীমাবদ্ধ রাখছে, সেখানে এনইউবি ব্যতিক্রম। এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংস্কৃতি চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে। বাংলা বিভাগের আয়োজনে নিয়মিত সাহিত্য আসর হচ্ছে, যা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতিমনা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।