তর্ক চলছে, তর্ক চলুক
কে বেশি বড়? আসুন তর্ক করি
কে বেশি জ্ঞানী? আসুন তর্ক করি
কে ক্ষমতাবান? আসুন তর্ক করি
মহাসমারোহে তর্ক চলছে, তর্ক চলবেই।
এই তর্কের মধ্যে কে যেন দৌড়ে এসে
আমাদের পাছার কাপড় খুলে নিলো!
তবু আমরা উদোম হয়ে তর্ক চালিয়ে যাচ্ছি
বুদ্ধিজীবীরা হিসাব করছে, কে জয়ী হলো?
কার ধর্ম সঠিক? আসুন তর্ক করি
কার বাড়ি বড়? আসুন তর্ক করি
কার বউ সুন্দর? আসুন তর্ক করি
মহাসমারোহে তর্ক চলছে, তর্ক চলবেই।
হঠাৎ পাগলটা দৌড়ে এসে
আমাদের বিচি খুলে নিলো!
আগের মতই তর্ক চালিয়ে যাচ্ছি
পাগলটা নেহাত পাগল, কি বলো?
মহাসমারোহে তর্ক চলছে, তর্ক চলবেই
আসুন সবাই, সময় নিয়ে তর্ক শুরু করি
কে নিলো কাপড়-বিচি? দেখা যাবে পরে
চলুন তর্কেই বাঁচি, তর্ক যে আহামরি।
বিষাদের কথা বলতে নেই
বিষাদের কথা বলতে নেই
দুরবর্তী প্রিয়জনরাও মন খারাপ করে
বিষাদ ছুয়ে যায় প্রতিটি মনে এবং ঘরে।
বেদনার কথা বলতে নেই
বেদনা ভয়ানক বিষাক্ত, দংশন করে
পথচারিকে আগে অথবা পরে।
আমি মন খারাপের কথা বলি না।
কাউকেই বলি না, বলতেও চাই না
মন খারাপের উত্তর সমবেদনা।
আমি চাই তুমি ভালো থাকো
তোমরা সদলবলে ভালো থাকো
পারলে প্রিয়জনকেও ভালো রাখো।
প্রিয়জনেরা ভালো না থাকলে, তুমি ভালো থাকবে না।
দৃষ্টি সরিয়ে একা একা কেউ কখনোই ভালো থাকে না।
পালাবার দায়!
কোথায় পালাবো? বলে দাও
কোথায় পালালে লুকানো যায়?
আহা জীবন! আহা কত অভিনয়!
জীবনটাজুড়ে শুধু পালাবার দায়!
এঘর থেকে ওঘরে, এবাড়ি থেকে ওবাড়ি
এদেশ থেকে ওদেশ, সমুদ্র দিয়েছি পাড়ি।
তবুও লুকানোর জন্য মেলেনি একটু ঠাই
ভুলতে চাই স্মৃতি, তোমাকেও ভুলতে চাই।
লুকিয়ে থাকা আজ ভীষণ জরুরি
স্মৃতিরা বরাবরই ধারালো তরবারি।
যতদুরে যাবে যেখানেই যাবে
স্মৃতিরা মুহূর্তেই কুরে খাবে
মনপাজর হবে ছিন্নভিন্ন
তার বিরহে, তার জন্য।
প্রিয়তমা, পালাতে না পারা কি যে কষ্টকর
কতটুকু বুঝবে সে, যে তাড়িয়েছে বারংবার।