প্রাইম ইউনিভার্সিটির বাংলা বিভাগে সাপ্তাহিক সাহিত্যসভা


অনুষ্ঠিত হয়ে গেলো প্রাইম ইউনিভার্সিটির বাংলা বিভাগের সাপ্তাহিক সাহিত্যসভা। বৃহস্পতিবার (৪ জুলাই) মিরপুর-১-এর মাজাররোডে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে এই সাহিত্যসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. রকিবুল হাসান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের শিক্ষক তাহমিনা আক্তার নোভা। এতে আলোচনায় অংশ নেন বাংলা বিভাগের শিক্ষক মো. আল আমীন, তনিমা সুলতানা ও আল্পনা আক্তার জাহান।

শিক্ষার্থীদের মধ্যে আলোচনায় অংশ নেন, কবিতাপাঠ ও গান পরিবেশেন করেন দীপা দাস, ইমরাতুল জান্নাত স্বর্ণা, মোশাররফ হোসেন, মো. আব্দুল আলিম, হাসিবুর রহমান (জয়), মো. আলিফ হামজা, চৌধুরী ইমরাতুল জান্নাত, আব্দুর রহমান, অঞ্জলি রানী পূজা ও মো. রাহাত।

সাহিত্যসভায় কবি রকিবুল হাসানের কবিতাগ্রন্থ ‘বুলবুলবেদনাকাব্য’ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে উপহার দেওয়া হয়।