বাংলা একাডেমি পাঠক ফোরাম পুরস্কার পেলেন কবি ফিরোজ আলম


বাংলা একাডেমি পাঠক ফোরাম নোয়াখালী শাখা পুরস্কার পেলেন কবি ফিরোজ আলম। শনিবার (১৩ জুলাই) নোয়াখালীর মাইজদী শহরের কলেজ রোডের মাস্টার পাড়ায় এন আর ডি সি ভবনের সেমিনার কক্ষে আয়োজিত সাহিত্য সম্মেলনে তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

সম্মেলনে বৃহত্তর নোয়াখালী জেলার (ফেনী-লক্ষ্মীপুর ও নোয়াখালী) ও ভারতের ত্রিপুরার প্রায় ৪০জন কবি লেখক গবেষক সাংস্কৃতিক ব্যক্তি অংশ নেন। প্রথম অধিবেশনে মফস্বল সাহিত্যের গতি প্রকৃতি ধারণাভাষ্য পাঠ করেন ম পানা উল্যাহ। অধ্যাপক সাইফুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠানটির উদ্বোধন করেন কবি ফরিদ কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি ও গল্পকার অধ্যাপক আবুল বাশার। অনুষ্ঠানে সমন্বয়ক ছিলেন কবি ফরিদ কবির।

দ্বিতীয় অধিবেশনে সমন্বয়কের দায়িত্ব পালন করেন শিশুতোষ ছড়াকার জাকির হোসেন কামাল। বাংলা কাব্যে আত্মন্নোয়নও যুগ জিজ্ঞাসা ধারণাভাষ্যটি পাঠ করেন ত্রিপুরার কবি লেখক অভীক কুমার দে। পরে কবি সাহিত্যিকদের নানা প্রশ্নের উত্তর দিয়ে কৌতূহল মেটান কবি ফরিদ কবির।

তৃতীয় পর্ব ছিল মুক্তপাঠ। দুপুরের খাবারের পর আগত কবিরা ছড়া, কবিতা, অনুগল্প, স্মৃতি রোমন্থন, যুদ্ধ দিনের কথায় মাতিয়ে তোলেন। এই পর্বের সঞ্চালক ছিলেন কবি গবেষক অ্যাডভোকেট গোলাম আকবর, সমন্বয়কের দায়িত্ব পালন করেন কবি গবেষক সবুজ তাপস।

অনুষ্ঠানে ইতিহাস গবেষণায় অবদানের জন্য ফেনীর সাংবাদিক লেখক গবেষক ফিরোজ আলমকে ‘আমার শহর ফেনী’ গ্রন্থের অন্তর্ভুক্ত ‘নোয়াখালীর হারানো শহর একটি ইতিকথা’ লেখার জন্য পুরস্কার দেওয়া হয়।

সাহিত্য সম্মেলনে অংশ নেন ফেনী জেলার কবি ওবায়েদ মজুমদার, লেখক গবেষক ফিরোজ আলম, কবি ইকবাল আলম, কবি ও গবেষক সবুজ তাপস। লক্ষ্মীপুর জেলা থেকে কবি ও সম্পাদক এম এম জাহাঙ্গীর, কবি-সাংবাদিক ফারুক হোসেন শিহাব, কবি ও লোকসাহিত্য গবেষক আবির আকাশ, কবি ও প্রাবন্ধিক গাজী গিয়াস উদ্দিন ।

নোয়াখালী জেলা থেকে যারা অংশগ্রহণ করেন, শিশু সাহিত্যিক জাকির হোসেন কামাল, কবি ফিরোজ শাহ, সাংস্কৃতিক কর্মী ওমর সানি তামজীদ, লেখক সুমন নূর, কবি ও শিক্ষাবিদ আবুল বাশার, মুক্তিযোদ্ধা আবু তাহের, কবি নাদিরা সুলতানা, কবি ও শিক্ষাবিদ ড. শিব প্রসাদ সূর, গবেষক-প্রাবন্ধিক সাইফুল আজিম, সংস্কৃতিকর্মী আসিফ আহমেদ, সংস্কৃতিকর্মী রুমাইয়া সুলতানা, উন্নয়ন কর্মী শহিদুল ইসলাম মুকুল, মোহাম্মদ হোসেন আবদুল্লাহ ইবনে সাজিদ, কবি ও গবেষক অ্যডভোকেট গোলাম আকবর, লেখক মো. আহছান উল্যাহ লেখক মামুনুর রশীদ, কবি সুফী সৈয়দ ছপার উদ্দিন, কবি ফিরোজ মাল, কবি বদরুল হায়দার।