বই প্রকাশের নাড়িনক্ষত্র নিয়ে ‘এডিটরস পেজ’র ওয়ার্কশপ


বাংলাদেশে সৃজনশীল প্রকাশনায় পেশাদারিত্ব সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করছে এডিটরস পেজ। এরই পরিপ্রেক্ষিতে তারা ‘বই প্রকাশের এ-টু-জেড’ শীর্ষক একটি ওয়ার্কশপের আয়োজন করেছে।

বিশেষত লেখালেখিতে যারা নতুন, যারা ভালোবেসে সাহিত্যজগতে আসতে চান তাদের জন্যই এই আয়োজন। অনলাইনভিত্তিক এই দিকনির্দেশনামূলক আয়োজনে মূল প্রশিক্ষক হিসেবে থাকবেন ভাষাচিত্রের প্রধান সম্পাদক ও প্রকাশক খন্দকার সোহেল এবং কলকাতার প্রকাশনা প্রতিষ্ঠান অভিযান বুক পাবলিশার্স-এর প্রকাশক মারুফ হোসেন। প্রশিক্ষক হিসেবে আরও থাকবেন লেখক, সাংবাদিক গিয়াস আহমেদ; লেখক ড. শাহাদৎ রুমন এবং লেখক, সম্পাদক ও সাংবাদিক হোসেন শহীদ মজনু।

অনলাইনে এই প্রশিক্ষণ চলবে ২৫ থেকে ২৬ অক্টোবর। সময় রাত ৯টা থেকে ১১টা। রেজিস্ট্রেশন ফি ১৯৯ টাকা। 01930879794 এই নাম্বারে বিকাশ করে ফি জমা দেয়া যাবে।

ওয়ার্কশপে লেখকের প্রস্তুতি লেখার প্রস্তুতি, বই প্রকাশের উদ্দেশ্য, পাঠক শ্রেণি নির্বাচন, বইয়ের বিষয় নির্বাচন; লেখা থেকে পাণ্ডুলিপি তৈরি; বই প্রকাশের প্রস্তুতি অর্থাৎ বইয়ের নামকরণ, প্রকাশনা প্ল্যাটফর্ম, সেলফ পাবলিশিং, ট্র্যাডিশনাল পাবলিশিং; প্রচ্ছদ, বুক ডিজাইন, কপিরাইট, রয়্যালিটি থেকে শুরু করে বইয়ের প্রমোশনাল প্ল্যান, বিক্রি ও বিপণন নিয়েও আলাদা সেশন থাকবে বলে আয়োজক সূত্র থেকে জানা গেছে।

এডিটরস পেজ ধারাবাহিকভাবে প্রকাশনাশিল্পে পেশাদারিত্ব তৈরির জন্য নানা উদ্যোগ গ্রহণ করবে।