কবিতা যাকে আয় আয় বলে ডাকবে চিরদিন
বাংলা কবিতায় আল মাহমুদ যে শক্তি নিয়ে আবির্ভূত হয়েছিলেন, তা রীতিমতো বিস্ময়-জাগানিয়া। রবীন্দ্রবলয় ভেঙে তিরিশের কবিরা বাংলা কবিতার মাস্তুল পশ্চিমের দিকে ঘুরিয়ে যাত্রা শুরু করেছিলেন। আল মাহমুদ আধুনিক বাংলা কবিতাকে …
পুরো লেখা পড়ুন