লঙ্কাপুরী

সূর্যটা নুয়ে পড়েছে ক্লান্তিতে। জারুলের তীর্যক ছায়া নিকোনো ছোট্ট উঠোনটাকে গিলে ফেলেছে প্রায়। রান্নাঘরের পাশের পাটকাঠির বেড়ার আড়ালে নিজের লম্বা চুলগুলোকে গামছা দিয়ে ঝেড়ে জল ঝরাচ্ছিল আলেয়া। শীতের এই পড়ন্ত …

পুরো লেখা পড়ুন